১. বাংলাদেশ কত তারিখে স্বাধীনতা লাভ করে?
➡️ উত্তর: ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর।
২. বুদ্ধিজীবী হত্যা তদন্ত কমিশন গঠন করেন কে?
➡️ উত্তর: জহির রায়হান।
৩. বুদ্ধিজীবী হত্যা তদন্ত কমিশন কত তারিখে গঠন করা হয়?
➡️ উত্তর: ২৯ ডিসেম্বর, ১৯৭১ সালে।
৪. বঙ্গবন্ধু কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন?
➡️ উত্তর: ১০ জানুয়ারি, ১৯৭২ সালে।
৫. বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করে কোথায় যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে দৃঢ় বক্তব্য প্রদান করেন?
➡️ উত্তর: সোহরাওয়ার্দী উদ্যানে।
৬. যুদ্ধাপরাধীদের বিচারের জন্য দালাল আইন কত সালে প্রণীত হয়?
➡️ উত্তর: ১৯৭২ সালে।
৭. দালাল আইন অধ্যাদেশ কে জারি করেন?
➡️ উত্তর: বিচারপতি আবু সাঈদ চৌধুরী।
৮. দালাল আইনে মোট কতগুলো অনুচ্ছেদ ও তফসিল ছিল?
➡️ উত্তর: ১১টি অনুচ্ছেদ ও ১টি তফসিল।
৯. ১৯৭২ সালে দালাল আইনে কয়টি ট্রাইব্যুনাল গঠন করা হয়?
➡️ উত্তর: ৭৩টি ট্রাইব্যুনাল।
১০. ১৯৭২ সালের দালাল আইনে কতজনকে গ্রেপ্তার করা হয়?
➡️ উত্তর: ১১ হাজার লোক।
১১. ১৯৭২ সালে দালাল আইনে তালিকাভুক্তভাবে কতজনকে সাজা প্রদান করা হয়?
➡️ উত্তর: ৭৪৫ জন।
১২. চতুর্থ জেনেভা কনভেনশনের ১৪ নং ধারায় কী সম্পর্কে বলা হয়েছে?
➡️ উত্তর: যুদ্ধাপরাধ সম্পর্কে।
১৩. চতুর্থ জেনেভা কনভেনশনের কত নং ধারায় যুদ্ধাপরাধী সম্পর্কে বলা হয়েছে?
➡️ উত্তর: ১৪৭ নং ধারায়।
১৪. আধুনিক যুদ্ধাপরাধের সংজ্ঞা হিসেবে ধরা হয় কোনটিকে?
➡️ উত্তর: ১৯৪৫ সালের লন্ডন ঘোষণাকে।
১৫. War crime এর শাব্দিক অর্থ কী?
➡️ উত্তর: যুদ্ধাপরাধ।
১৬. International Crimes Tribunal অর্ডিন্যান্স কবে জারি করা হয়?
➡️ উত্তর: ১৯৭৩ সালের ১৯ জুলাই।
১৭. International Crimes Act প্রণয়ন করা হয় কত তারিখে?
➡️ উত্তর: ২০ জুলাই, ১৯৭৩ সালে।
১৮. কত সালে International Armies Act প্রণয়ন করা হয়?
➡️ উত্তর: ১৯৭৩ সালের ২০ জুলাই।
১৯. যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আইন প্রণয়ন করা হয় কত সালে?
➡️ উত্তর: ২০ জুলাই, ১৯৭৩ সালে।
২০. ১৯৭৩ সালে বাংলাদেশ-ভারত-পাকিস্তান ত্রিপক্ষীয় সমঝোতা কোথায় অনুষ্ঠিত হয়?
➡️ উত্তর: সিমলায়।
২১. কত তারিখে আন্তর্জাতিক চাপের মুখে যুদ্ধাপরাধীদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়?
➡️ উত্তর: ৩১ ডিসেম্বর, ১৯৭৩ সালে।
২২. কত সালে ১৪৫ জন পাকিস্তানি যুদ্ধাপরাধীদের ছেড়ে দেওয়া হয়?
➡️ উত্তর: ১১ এপ্রিল, ১৯৭৪ সালে।
২৩. কত তারিখে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়?
➡️ উত্তর: ১৫ আগস্ট, ১৯৭৫ সালে।
২৪. কোন ঘটনার পর যুদ্ধাপরাধীদের বিচারকার্য স্তব্ধ হয়ে পড়ে?
➡️ উত্তর: বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার পর।
২৫. নব্বইয়ের দশকে কার নেতৃত্বে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি উঠে?
➡️ উত্তর: শহীদ জননী জাহানারা ইমাম।
২৬. কোন দশকে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণআন্দোলন গড়ে উঠে?
➡️ উত্তর: নব্বইয়ের দশকে।
২৭. বাংলাদেশে এ পর্যন্ত কতবার যুদ্ধাপরাধের বিচারের উদ্যোগ নেয়া হয়?
➡️ উত্তর: ২ বার।
২৮. গণআদালতে কাদের বিরুদ্ধে মামলা করা হয়?
➡️ উত্তর: মোট ৮ জনের বিরুদ্ধে।
২৯. ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের মূল বিষয় কী ছিল?
➡️ উত্তর: যুদ্ধাপরাধীদের বিচারকার্য শুরু করা।
৩০. বাংলাদেশে কবে প্রথম যুদ্ধাপরাধের বিচার শুরু হয়?
➡️ উত্তর: ২৬ জুলাই, ২০১০ সালে।
৩১. মানবাধিকারধর্মী অপরাধের সাথে জড়িত ব্যক্তিদের বিচারের জন্য প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয় কত সালে?
➡️ উত্তর: ২০১০ সালে।
৩২. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-০১ কত তারিখে গঠিত হয়?
➡️ উত্তর: ২৫ মার্চ, ২০১০ সালে।
৩৩. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম চেয়ারম্যান কে ছিলেন?
➡️ উত্তর: বিচারপতি নিজামুল হক।
৩৪. যুদ্ধাপরাধীদের বিচারের জন্য কয়টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে?
➡️ উত্তর: দুটি।
৩৫. যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালের নাম কী?
➡️ উত্তর:
i. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল - ১
ii. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল - ২
৩৬. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুটিকে ১১ আগস্ট, ২০১৫ সাল পর্যন্ত কতটি রায় প্রদান করা হয়?
➡️ উত্তর: ২১টি রায়।
৩৭. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২১টি রায়ের মধ্যে কতজনের বিরুদ্ধে রায় প্রদান করেছে?
➡️ উত্তর: ২৬ জনের বিরুদ্ধে।
৩৮. ২৬ জন যুদ্ধাপরাধীদের মধ্যে কতজনকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়?
➡️ উত্তর: ১ জনকে।
৩৯. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ পর্যন্ত কতজনকে মৃত্যুদণ্ড প্রদান করে?
➡️ উত্তর: ২২ জনকে।
৪০. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কতজনকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করে?
➡️ উত্তর: ২ জনকে।
৪১. গোলাম আযমের মামলার রায় ঘোষণা করা হয় কত তারিখে?
➡️ উত্তর: ১৫ সেপ্টেম্বর, ২০১৩।
৪২. আব্দুল কাদের মোল্লাকে মৃত্যুদণ্ড প্রদান করা হয় কত তারিখে?
➡️ উত্তর: ১৩ সেপ্টেম্বর, ২০১৩।
৪৩. আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় কত তারিখে?
➡️ উত্তর: ১২ ডিসেম্বর, ২০১৩।
৪৪. প্রথম কোনো যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর হয় কার?
➡️ উত্তর: আব্দুল কাদের মোল্লার।
৪৫. সর্বশেষ কোন ব্যক্তির রায় ঘোষণা করে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল?
➡️ উত্তর: মীর কাসেম আলী।
৪৬. সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ আবেদন খারিজ হয় কত তারিখে?
➡️ উত্তর: ১৮ নভেম্বর, ২০১৫।
৪৭. সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর হয় কত তারিখে?
➡️ উত্তর: ২২ নভেম্বর, ২০১৫।
৪৮. মতিউর রহমান নিজামীর আপিলের রায় ও মৃত্যুদণ্ড বহাল রাখা হয় কত তারিখে?
➡️ উত্তর: ৬ জানুয়ারি, ২০১৬।
৪৯. নতুন প্রজন্ম যুদ্ধাপরাধীদের বিচার থেকে কী শিক্ষা পাবে?
➡️ উত্তর: জাতীয়তাবোধের শিক্ষা।
৫০. সুন্দর সমাজ গঠনে সকল শিশুদের পরিচ্ছন্ন কাজকে কী বলা হয়?
➡️ উত্তর: সৃজনশীলতা।